insta logo
Loading ...
×

মায়ের ভাসানকে কেন্দ্র করে মেলা তুম্বা-ঝালদায়

মায়ের ভাসানকে কেন্দ্র করে মেলা তুম্বা-ঝালদায়

দেবীলাল মাহাত, আড়শা: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এক দিনের মেলা অনুষ্ঠিত হল আড়শা ব্লকের তুম্বা-ঝালদা গ্রামে। ওই মেলা দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। শারদোৎসবের শেষ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিমা বিসর্জন। বিষাদভরা মুখে মাকে বিদায় জানানোর পালা। জানা যায়, এই গ্রামে পূজো শুরুর পেছনে রয়েছে ইতিহাস । ১৩১৭ সালের আগে এই গ্রামে তথা এলাকায় কোনো পূজা হতো না। পূজা দেখতে যেতে হতো পাশের গ্রামপঞ্চায়েত এলাকায়। কিন্তু সেই এলাকার মানুষ তা ভালো চোখে দেখতেন না।অভিযোগ পূজা দেখতে গেলে নানা খোঁটা দিতেন। অবরুদ্ধ করে দিতেন আলপথ দিয়ে যাওয়ার রাস্তা। পূজা দেখতে না পাওয়ার সেই দুঃখ থেকেই ১১৪ বছর আগে গ্রামে শুরু হয়েছিল দুর্গাপূজা ।একই সাথে বিজয়া দশমীতে গ্রামে বসে মেলা । যা আজও ছেদ পড়েনি।

Post Comment