insta logo
Loading ...
×

সুদূর হিমাচলে শহীদ পুরুলিয়ার যুবক, শোকের ছায়া গ্রামে

সুদূর হিমাচলে শহীদ পুরুলিয়ার যুবক, শোকের ছায়া গ্রামে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া

দেশের সুরক্ষায় কর্তব্যরত অবস্থায় দূর হিমাচল প্রদেশ-এ আচমকাই নিভে গেল পুরুলিয়ার এক তরতাজা প্রাণ। ৩৪ বছর বয়সী শহীদ জওয়ান বিশ্বনাথ সাও পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত ঘোঙা গ্রামের বাসিন্দা। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। শুক্রবার তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা।
শনিবার তিরঙ্গা পতাকায় মোড়া কফিনবন্দী দেহ গ্রামে ফিরতেই আবেগে ভেসে যায় ঘোঙা। ভারতীয় সেনাবাহিনী-র জওয়ানরা ট্রাকে করে শহীদ জওয়ানের দেহ নিয়ে গ্রামে পৌঁছান। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় শেষকৃত্য। প্রথমে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং জানানো হয় শেষ শ্রদ্ধা। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা।

কান্না, স্লোগান আর ‘ভারত মাতা কি জয়’-এর ধ্বনিতে ভারী হয়ে ওঠে গোটা এলাকা। একদিকে অগাধ গর্ব, অন্যদিকে অপূরণীয় শূন্যতা—এই দ্বৈত অনুভূতিতেই আজ ঘোঙার আকাশ-বাতাস।

Post Comment