নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
জেলার সার্বিক উন্নয়ন কাজের অগ্রগতি খতিয়ে দেখতে একযোগে মাঠে নামল জেলা প্রশাসন। শনিবার পুরুলিয়া জেলার সমস্ত অতিরিক্ত জেলাশাসক, সকল মহকুমাশাসক সহ অন্যান্য আমলারা জেলার ২০টি ব্লকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সরেজমিন পরিদর্শন করেন।
এই পরিদর্শনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনমুখী কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের এলাকাভিত্তিক কাজগুলির ওপর। পাশাপাশি বাঙলার বাড়ি (গ্রামীণ) প্রকল্পে গৃহনির্মাণের অগ্রগতি, পথশ্রী–৪ প্রকল্পে গ্রামীণ রাস্তা নির্মাণের মান ও গতি, এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের হোস্টেল গুলির পরিকাঠামো ও পরিষেবার অবস্থা খতিয়ে দেখা হয়।
শুধু পরিদর্শনেই সীমাবদ্ধ না থেকে প্রশাসনের আধিকারিকরা স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। গ্রামবাসীদের সমস্যা, চাহিদা ও পরামর্শ শোনার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক ও জনহিতকর প্রকল্পের বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করা হয়। কোথায় কাজ দ্রুত এগোচ্ছে, কোথায় সমস্যা রয়েছে— সেসব বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়।
জেলা প্রশাসনের এই সম্মিলিত পর্যালোচনাকে ঘিরে উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়বে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের দাবি, মানুষের সমস্যার দ্রুত সমাধান ও প্রকল্পগুলির গুণগত মান নিশ্চিত করতেই এই ধারাবাহিক নজরদারি ও পরিদর্শন কর্মসূচি।










Post Comment