insta logo
Loading ...
×

গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ শিবির আড়শায়

গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ শিবির আড়শায়

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

গ্রামীণ চিকিৎসকদেরকে নিয়ে প্রশিক্ষণ শিবির হল আড়শায়। স্ত্রী ও প্রসূতিদের রোগ বিষয়ে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল কলকাতা ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা কমিটি। শুক্রবার অযোধ্যা পাহাড়ের হিলটপে শিবিরটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঝাড়খন্ডের বিশিষ্ট চিকিৎসক পূজারানী , ভ্রুণ বিশেষজ্ঞ অম্বরীশ মাহাত, সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক শচীনন্দন মাঝি ও গ্রামের বিভিন্ন প্রান্তের গ্রামীণ চিকিৎসকরা । শচীনন্দন মাঝি বলেন, “গ্রামের মানুষ স্থানীয় চিকিৎসকদের সবসময় কাছে পেয়ে থাকেন। বাসিন্দাদের কথা ভেবেই গ্রামীণ চিকিৎসকদের আরও সচেতন ও দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এদিন চিকিৎসক পূজারানী গ্রামীণ চিকিৎসকদের কাছে স্ত্রী ও প্রসূতি রোগ বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেন। পরে গ্রামীণ চিকিৎসকদের হাতে তুলে দেন শংসাপত্র । শিবিরে উপস্থিত গ্রামীণ চিকিৎসক গৌতম কুমার জানান, “প্রশিক্ষণ শিবির থেকে অনেক কিছু শিখতে পারলাম। চিকিৎসার সময় তা কাজে লাগবে।”

Post Comment