নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
নেশা নয়, উন্নয়নের পথে গ্রাম। এই বার্তাকে সামনে রেখে এবার সংগঠিত আন্দোলনে নামলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পুরুলিয়ার জয়পুর ব্লকের ঘাঘরা গ্রাম পঞ্চায়েতের বাঁশগড় গ্রামে মদবিরোধী আন্দোলন নতুন মাত্রা নিল। মদ বিক্রি ও সেবনের বিরুদ্ধে পথে নেমে মিছিলের মাধ্যমে নিজেদের কঠোর অবস্থান স্পষ্ট করে দিলেন গ্রামের মহিলারা।
বৃহস্পতিবার গ্রামের রাস্তায় রাস্তায় শোনা যায় একটাই স্লোগান, ‘মদ নয়, শান্তি চাই।’ মিছিল শেষে আয়োজিত সভা থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, গ্রামে আর কোনওভাবেই মদ বিক্রি করতে দেওয়া হবে না। ভবিষ্যতে কেউ এই বেআইনি কাজে যুক্ত থাকলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই সামাজিকভাবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন বলে ঘোষণা করা হয়।
মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মদের কারণে গ্রামের যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। সংসারে অশান্তি বাড়ছে। নষ্ট হচ্ছে পারিবারিক শান্তি ও সামাজিক পরিবেশ। তাই আর অপেক্ষা নয়—নিজেদের গ্রামকে নেশামুক্ত করতেই এই ঐক্যবদ্ধ পদক্ষেপ।
এলাকার সমাজকর্মী ফাল্গুনী মাহাতো বলেন, “মদ শুধু একজনকে নয়, একটা গোটা পরিবারকে ধ্বংস করে দেয়। গ্রামে গ্রামে যত অশান্তি, তার মূল কারণ মদ। সেই কারণেই আজ মহিলারা রাস্তায় নেমে নিজেদের অধিকার ও সমাজের ভবিষ্যৎ রক্ষার লড়াই শুরু করেন।”
স্বনির্ভর গোষ্ঠীর এই উদ্যোগে খুশি গ্রামের বহু বাসিন্দা। তাদের আশা, মহিলাদের এই আন্দোলনের মাধ্যমে বাঁশগড় গ্রাম সত্যিই নেশামুক্ত হয়ে উঠবে এবং সমাজে ফিরবে শান্তি ও স্থিতি।










Post Comment