insta logo
Loading ...
×

হুড়ায় বনদফতরের জমিতে বেআইনি নির্মাণ ভেঙে দিল বনদফতর

হুড়ায় বনদফতরের জমিতে বেআইনি নির্মাণ ভেঙে দিল বনদফতর

নিজস্ব প্রতিনিধি, হুড়া:

বনভূমি দখলের বিরুদ্ধে কড়া অবস্থান নিল বনদফতর। পুরুলিয়ার হুড়া থানার শামুকগড়িয়া এলাকায় বৃহস্পতিবার সকালেই বেআইনি নির্মাণ ভাঙার অভিযান চালায় বনদফতর। কয়েক মাস আগে ওই বনভূমিতে এক মহিলার দ্বারা তৈরি করা একটি ঝুপড়ি স্থানীয় যৌথ বন পরিচালন কমিটির নজরে আসে। এরপর পর্যায়ক্রমে তাকে বনভূমি খালি করার নির্দেশ দিয়ে মোট চারবার নোটিশ পাঠানো হয়। কিন্তু বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি বনভূমি ছাড়েননি।
এর জেরেই বৃহস্পতিবার সকালে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয় বনদফতর। হুড়া রেঞ্জের বন কর্মীরা স্থানীয় যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সম্ভাব্য অশান্তি এড়াতে উপস্থিত ছিল পুলিশ বাহিনীও।
বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় দুই কাঠার ওই জমিতে সিমেন্টের খুঁটি এবং অ্যাসবেস্টার ছাউনি ছিলো। যা চারপাশে কালো ত্রিপল দিয়ে ঘেরা।
বনদফতর এই ঘটনা দিয়ে একটি সতর্ক বার্তা দিতে চেয়েছে যে, বনভূমিতে বেআইনি নির্মাণ তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Post Comment