insta logo
Loading ...
×

বৃষ্টিপাতের আশঙ্কা? কী বলছে হাওয়া অফিস?

বৃষ্টিপাতের আশঙ্কা? কী বলছে হাওয়া অফিস?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ডিসেম্বরের মাঝামাঝি সময়েও পুরুলিয়ায় শীতের আমেজে ওঠানামা চলছেই। বৃহস্পতিবার কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই দিনে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.৩ ডিগ্রিতে।

গত কয়েকদিন ধরে জেলায় রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করছে। উত্তরের জেলাগুলিতে যেখানে হাড়কাঁপানো ঠান্ডা জাঁকিয়ে বসেছে, সেখানে দক্ষিণবঙ্গে শীতের সেই ধারাবাহিকতা এখনও ধরা পড়ছে না।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত পুরুলিয়া-সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে কুয়াশার দাপট বাড়তে পারে পশ্চিমের জঙ্গলমহল ও উপকূলের একাধিক জেলায়।

Post Comment