insta logo
Loading ...
×

আড়শার মানকিয়ারী গ্রাম পঞ্চায়েতের ১৭টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে বার্ষিক ক্রীড়া

আড়শার মানকিয়ারী গ্রাম পঞ্চায়েতের ১৭টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে বার্ষিক ক্রীড়া

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

বার্ষিক ক্রীড়ায় মাতলো পড়ুয়ারা। মানকিয়ারী গ্রামপঞ্চায়েত এলাকার ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নিয়ে ৪১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল আড়শা ব্লকের উপরডাঙা ফুটবল ময়দানে । আড়শা ২ নং চক্রের মানকিয়ারী অঞ্চলের প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় মোট ৩২ টি ইভেন্ট ছিল। প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিক্ষা বিভাগের এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতাগুলি ছাত্র- ছাত্রীদের খেলাধূলার প্রতি আগ্রহ বাড়ায়। খেলাধুলার বিকাশের পাশাপাশি ক্রীড়া প্রতিভা খুঁজে পাওয়া যায়। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক দীপক বন্দ্যোপাধ্যায়, উপরডাঙা মা সারদা বিদ্যাপীঠের মহারাজ স্বামী জয়ন্তানন্দ সহ শিক্ষক- শিক্ষিকারা।

Post Comment