নিজস্ব প্রতিনিধি, হুড়া:
লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করলেন বনদফতরের কর্মীরা। বুধবার সন্ধ্যায় কংসাবতী উত্তর বনবিভাগের হুড়া রেঞ্জের মোতিপুর গ্রাম থেকে ওই অজগরটি উদ্ধার হয়।
এদিন স্থানীয় বাসিন্দারা অজগর সাপটিকে দেখতে পেয়ে খবর দেন বনদফতরে। পরে বনদফতরের কর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেন । বনকর্মীরা জানান, অজগরটি লম্বায় প্রায় ৫ ফুট ছিল।











Post Comment