নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
গত ১৪ তারিখের পুরুলিয়া বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানালো
সোসাইটি ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)।
দলের পুরুলিয়া জেলা কমিটির সদস্য সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনার পর কয়েকদিন
পেরিয়ে গেলেও পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদারদের জন্য কোনও স্পষ্ট আশ্বাস বা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়নি। এই প্রেক্ষিতেই এসইউসি আই(সি)-এর একটি প্রতিনিধি দল
মহকুমাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্বারকলিপি জমা দেন। বর্তমানে
মহকুমাশাসকই পুরুলিয়া পুরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন। প্রতিনিধি দল তাঁর কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অবিলম্বে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
শুধু ক্ষতিপূরণ নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখে বাসস্ট্যান্ড চত্বরে দোকানদারদের স্থায়ী ও বৈধভাবে ব্যবসা করার ব্যবস্থা করার দাবিও তোলা হয়েছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় মদ ও নেশাজাত দ্রব্যের অবাধ আদান-প্রদানের অভিযোগ তুলে তা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
রাতের বেলায় যাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। বাসস্ট্যান্ড এলাকায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা না থাকায় যাত্রীদের চলাচলে সমস্যার কথা তুলে ধরে, রাতের সময় নির্বিঘ্নে যাতায়াতের জন্য স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি জানানো হয়েছে।
এসইউসিআই(সি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে এই দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।










Post Comment