নিজস্ব প্রতিনিধি, বোরো:
এক বৃদ্ধার নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার বোরো থানার অন্তর্গত হাতিরামগোড়া গ্রামে। গত সোমবার রাত ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান ৬৩ বছর বয়সি তিলকা মাহাতো।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিলকা মাহাতো মানসিক ভারসাম্যহীন। এর আগেও তিনি একবার নিখোঁজ হয়েছিলেন। সেই সময় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশি তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল।
ঘটনার পর তার স্বামী অজিতপ্রসাদ মাহাতো বোরো থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মিসিং ডায়েরি দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপরতার সঙ্গে খোঁজাখুঁজি শুরু করেছে। বিভিন্ন সম্ভাব্য স্থানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। বোরো থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব নিখোঁজ বৃদ্ধার সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।











Post Comment