insta logo
Loading ...
×

কমলো শীত, কী বলছে আবহাওয়া দপ্তর?

কমলো শীত, কী বলছে আবহাওয়া দপ্তর?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ডিসেম্বরের অর্ধেক পেরোলেও দক্ষিণবঙ্গে শীতের আমেজ এখনও অনিয়মিত। কখনও পারদ স্বাভাবিকের উপরে উঠছে, আবার কখনও নামছে। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, বুধবার পুরুলিয়ায় বৃষ্টিপাত হয়নি। ওই দিনে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.০ ডিগ্রিতে।

গত কয়েকদিন ধরেই পুরুলিয়া ও বাঁকুড়ায় রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তবে উত্তরে যেখানে হাড়কাঁপানো ঠান্ডা জাঁকিয়ে বসেছে, সেখানে দক্ষিণবঙ্গে সেই ধারাবাহিক শীত এখনও দেখা যাচ্ছে না।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কুয়াশার দাপট বাড়বে পশ্চিমের জঙ্গলমহলের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের পাশাপাশি উপকূলের পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ সংলগ্ন এলাকাতেও ভোরের দিকে ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

শুধু বাংলা নয়, দেশের অন্যান্য রাজ্যেও শীতের দাপট বাড়ছে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা ও মণিপুরে ইতিমধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আবহবিদদের মতে, আগামী কয়েকদিনে উত্তুরে হাওয়ার দাপট বাড়লে দক্ষিণবঙ্গেও শীতের প্রকোপ আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।

Post Comment