নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
চোর সন্দেহে তিন যুবককে আটক করে বেধড়ক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত চিরপিন্দা গ্রামে। গত ১৩ই ডিসেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ ফোন মারফত রঘুনাথপুর থানা জানতে পারে, গ্রামে তিনজন যুবককে আটকে রেখে স্থানীয় গ্রামবাসীদের একাংশ মারধর করছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ গ্রামবাসীদের কবল থেকে গুরুতর জখম অবস্থায় সাধু শালতোড়া এলাকার বাসিন্দা তিন যুবককে উদ্ধার করে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক সূত্রে জানা যায়, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। যদিও বর্তমানে তারা চিকিৎসাধীন।
ঘটনার পর আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পুলিশ নির্দিষ্ট জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত ১০ জন অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করেছে।








Post Comment