insta logo
Loading ...
×

রাতের অন্ধকারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, আতঙ্কে সুইসা বাজার

রাতের অন্ধকারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, আতঙ্কে সুইসা বাজার

নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি:

রাতের অন্ধকারে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত সুইসা বাজারে এক সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষজনের মধ্যে।
সুইসা মার্কেট এলাকায় অবস্থিত ‘পিঙ্কি জুয়েলার্স’ নামের সোনার দোকানের মালিক রাজু স্বর্ণকার জানান, প্রতিদিনের মতো সোমবার সকাল আটটা নাগাদ দোকান খুলতে এসে তিনি চমকে যান। দোকানের উপরের এডবেস্টারের ছাউনি ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। দোকানের ভিতরে ঢুকে তারা লকার ভেঙে নগদ ও সোনার গয়না লুট করে নিয়ে যায়।
চোরেরা শুধু গয়নাতেই ক্ষান্ত হয়নি, দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং মেশিনও খুলে নিয়ে যায়। যাতে কোনও প্রমাণ না থাকে। দোকান মালিকের দাবি, সব মিলিয়ে প্রায় ৫ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সুইসা বাজারে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি দ্রুত জানানো হলে বাঘমুন্ডি থানার সুইসা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে আশপাশের এলাকা খতিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য সূত্র খোঁজার চেষ্টা চলছে।
ঘনবসতিপূর্ণ বাজার এলাকায় এভাবে রাতে চুরি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে উদ্বেগ, দাবি উঠছে রাত্রীকালীন টহল জোরদার করার। তদন্তের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Post Comment