insta logo
Loading ...
×

আড়শার আহাড়রা মোড়ে বিজেপির ‘পরিবর্তন সভা’

আড়শার আহাড়রা মোড়ে বিজেপির ‘পরিবর্তন সভা’

নিজস্ব প্রতিনিধি , আড়শা:

সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে রাজ্য সরকারের দুর্নীতি, বেকারত্ব ও অনুন্নয়ের অভিযোগ তুলে পরিবর্তনের ডাক দিয়েছে বিজেপি। সোমবার বাঘমুন্ডি বিধানসভার আড়শা ব্লকের আহাড়রা মোড়ে বিজেপির উদ্যোগে আয়োজিত হল ‘পরিবর্তন সভা’। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতো, জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাতো প্রমুখ। সভা থেকে বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতো জানান, রাজ্যে দুর্নীতি ও বেকারত্ব বেড়েছে, অথচ প্রকৃত উন্নয়ন হয়নি। ২০১১ সালে যে আশায় মানুষ তৃণমূল সরকারকে ক্ষমতায় এনেছিল, সেই আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। তার দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেই তৃণমূল সরকারের ‘বিদায় ঘণ্টা’ বাজবে। জেলা জুড়ে পরিবর্তনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই ধরনের সভার আয়োজন করা হচ্ছে বলে জানান জেলা বিজেপি নেতৃত্ব।

Post Comment