নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জীবিকার অনিশ্চয়তা, কাঁচামালের সংকট ও প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে একজোট হয়ে পথে নামলেন জেলার কুম্ভকার ও মৃৎশিল্পীরা। কুম্ভকারদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড গঠন, মৃৎশিল্পীদের জন্য স্থায়ী মাটির ব্যবস্থা এবং ওবিসি সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া সহজ করার দাবিতে সোমবার আন্দোলনে শামিল হয় সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পুরুলিয়া জেলা শাখা।
সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তের কুম্ভকার সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে হাতে দাবি-দাওয়া লেখা ব্যানার ও পোস্টার নিয়ে পুরুলিয়া শহরের একাংশে মিছিল করেন। পরে তারা পুরুলিয়া জেলাশাসক দপ্তরের সামনে পৌঁছে অবস্থান বিক্ষোভে শামিল হন। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।আন্দোলনকারীদের বক্তব্য, আধুনিকতার চাপে ও সরকারি পরিকল্পনার সঠিক রূপায়ণের অভাবে কুম্ভকার শিল্প আজ অস্তিত্বের লড়াইয়ে। বিশেষ করে কাঁচামাল হিসেবে মাটির সংকট এবং জাতিগত শংসাপত্র সংক্রান্ত জটিলতার কারণে নতুন প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সুষেন মাঝি, জেলা স্তরের সদস্য উজ্জ্বল কুমার সহ অন্যান্য নেতৃত্ব ও বহু কুম্ভকার শিল্পী। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সুষেণ মাঝি বলেন,
“কুম্ভকার শিল্প শুধু আমাদের পেশা নয়, এটা আমাদের ঐতিহ্য। অথচ আজ উন্নয়ন বোর্ড নেই, মাটির ব্যবস্থা নেই, ওবিসি সার্টিফিকেট পেতে আমাদের বছরের পর বছর ঘুরতে হয়। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে এই শিল্প একদিন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে।”
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাঁদের দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।









Post Comment