insta logo
Loading ...
×

খসড়া ভোটার তালিকায় পুরুলিয়ায় বাদ ১ লক্ষ ৮৩ হাজারেরও বেশি নাম

খসড়া ভোটার তালিকায় পুরুলিয়ায় বাদ ১ লক্ষ ৮৩ হাজারেরও বেশি নাম

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

নির্বাচন কমিশনের ঘোষণামাফিক আজ, ১৬ ডিসেম্বর এসআইআর শেষ হওয়ার পরই প্রকাশিত হল পুরুলিয়া জেলার খসড়া ভোটার তালিকা। সেই তালিকা প্রকাশের আগে সর্বদলীয় বৈঠক ডেকে কমিশনের তরফে গোটা বিষয়টি বিশদে তুলে ধরা হয়।

খসড়া তালিকা অনুযায়ী, পুরুলিয়া জেলায় মোট ১ লক্ষ ৮৩ হাজার ৪১৬ জন ভোটারের নাম বাদ পড়েছে। বর্তমানে জেলায় মোট ভোটার সংখ্যা ২৪ লক্ষ ২১ হাজার ৪৪২। কমিশনের তথ্য অনুযায়ী, বাদ পড়া ভোটারদের মধ্যে প্রায় ৮৭ হাজার ২২৮ জন মৃত। অন্যত্র স্থায়ীভাবে চলে গিয়েছেন ৬৮ হাজার ৫৪৬ জন। দীর্ঘ সময় ধরে খোঁজ না মেলায় তালিকা থেকে বাদ গিয়েছে ২১ হাজার ৯৩৩ জনের নাম। এ ছাড়াও ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছেন ৫ হাজার ৪০৫ জন ভোটার।

বিধানসভা কেন্দ্রভিত্তিক হিসাবেও নাম বাদ পড়ার সংখ্যা যথেষ্ট লক্ষণীয়। পুরুলিয়া কেন্দ্রে বাদ গিয়েছে ২৪ হাজার ৫৭৯ জনের নাম। বান্দোয়ানে ১৭ হাজার ৩২ জন, বলরামপুরে ১৮ হাজার ৭৯৬ জন, বাঘমুন্ডিতে ২১ হাজার ৫২২ জন এবং জয়পুরে ১৯ হাজার ৫৪৫ জন ভোটারের নাম নেই খসড়া তালিকায়। মানবাজারে বাদ পড়েছে ১৫ হাজার ৬৪১ জন, কাশিপুরে ১৯ হাজার ৭৬৬ জন, পাড়ায় ২৩ হাজার ৭২১ জন এবং রঘুনাথপুরে ২২ হাজার ৮১৪ জন ভোটারের নাম।

কমিশনের তরফে জানানো হয়েছে, খসড়া তালিকা নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি ও আপত্তি জানানো যাবে। যাচাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Post Comment