insta logo
Loading ...
×

শীত আরও বাড়বে পুরুলিয়া জুড়ে

শীত আরও বাড়বে পুরুলিয়া জুড়ে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

শীতের মরসুমে পুরুলিয়ায় তাপমাত্রা নিয়ে কৃষি দপ্তর ও আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে ফের সামান্য ফারাক ধরা পড়ল। রবিবার কৃষি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই রিপোর্টে জানানো হয়েছে, পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০.০ ডিগ্রিতে।

অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, একই দিনে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে ন্যূনতম তাপমাত্রা নিয়ে দুই দপ্তরের হিসেব মিলেছে—সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসই।

আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা পরিমাপের স্থান ও পরিবেশগত পার্থক্যের কারণেই এই ধরনের তারতম্য স্বাভাবিক। শহরাঞ্চল ও খোলা এলাকার ভৌগোলিক অবস্থান, কংক্রিটের ঘনত্ব এবং বাতাস চলাচলের ভিন্নতার জেরেই এক জেলাতেই আলাদা আলাদা হিসেব উঠে আসছে। তবে জেলাবাসীর কাছে শীতের অনুভূতিতে বিশেষ কোনও ফারাক পড়েনি—রাত ও ভোরে ঠান্ডার দাপট সমানভাবেই টের পাচ্ছেন সবাই।

Post Comment