নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানায়,মৃতের নাম যাদব কুমার (৬৯)। তার বাড়ি কোটশিলা থানার ডুঁড়গু গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংকের নিরাপত্তা কর্মীদের একটি পিক আপ ভ্যান ওই বৃদ্ধকে ধাক্কা মারে। রাস্তায় লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শনিবার রাতে তাকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। তবে রাতে বাড়িতেই তার মৃত্যু হয়। এই ঘটনায় রবিবার একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে কোটশিলা থানার পুলিশ। এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে কোটশিলা থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে।










Post Comment