নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সহজে দ্বিগুণ টাকা পাওয়ার প্রলোভন যে কতটা ভয়ঙ্কর ফাঁদ হতে পারে, তারই প্রমাণ মিলল পুরুলিয়ায়। অনলাইন প্রতারণার শিকার হয়ে প্রায় চার লক্ষ টাকা খোয়ালেন শহরের এক যুবক। ঘটনাটি ঘিরে পুরুলিয়া জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রতারণার মাধ্যমে প্রায় ৩ লক্ষ ৮৬ হাজার টাকা খোয়ানোর অভিযোগে শনিবার পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরুলিয়া শহরের বাসিন্দা অভিনব চন্দ্র।অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
অভিযোগে ওই যুবক জানান, শুক্রবার একটি অজ্ঞাত পরিচয় নম্বর থেকে তার মোবাইল নম্বর হঠাৎই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়। ওই গ্রুপে দাবি করা হয়, নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যেই সেই টাকার দ্বিগুণ ফেরত দেওয়া হবে। লোভনীয় এই প্রস্তাবে বিশ্বাস করে তাকে পরে একটি টেলিগ্রাম গ্রুপেও যুক্ত করা হয়।
সেখান থেকেই শুরু হয় প্রতারণার আসল খেলা। বিভিন্ন অজুহাতে অভিযুক্তরা ওই যুবকের কাছ থেকে একের পর এক টাকা আদায় করে নেয়। সব মিলিয়ে প্রায় ৩ লক্ষ ৮৬ হাজার টাকা পাঠানো হয় তাদের অ্যাকাউন্টে। কিন্তু টাকা ফেরত চাওয়া মাত্রই নতুন করে আরও অর্থ দাবি করা হয়।শেষ পর্যন্ত অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করায় প্রতারকরা হঠাৎ করেই সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় এবং সংশ্লিষ্ট গ্রুপ থেকে যুবকের নম্বর মুছে ফেলা হয়। তখনই বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। তারপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।











Post Comment