নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
দুর্গাপুরের সিধু-কানু স্টেডিয়ামে চলছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ৫১তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা ২০২৫। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও অল ইন্ডিয়া চেস ফেডারেশনের নির্দেশিকা মেনে সারা বাংলা দাবা সংস্থা ও পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশজুড়ে দাবা অঙ্গনের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের ভিড় লক্ষ্য করা গেছে।
দেশের ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় দুই শতাধিক নামী-দামি মহিলা দাবাড়ু অংশ নিচ্ছেন এই ইভেন্টে। ৩ ডিসেম্বর শুরু হওয়া প্রতিযোগিতা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ৩০ লক্ষ টাকার পুরস্কারমূল্য ও সুসজ্জিত ট্রফির কারণে এটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম মহিলা দাবা প্রতিযোগিতা হিসেবে ধরা হচ্ছে।
এই বিশাল আয়োজনের অন্যতম আকর্ষণ হল পুরুলিয়া জেলার ক্রীড়া প্রশাসনের পরিচিত মুখ, পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবাদুল হক হালদার (ময়না স্যার)। তিনি এই প্রতিযোগিতার অন্যতম অফিসিয়ালসহ বিশেষ দায়িত্বে যুক্ত রয়েছেন।
ময়না স্যার দীর্ঘদিন ধরে পুরুলিয়ায় চেস, জিমন্যাস্টিক্স, যোগাসন, হ্যান্ডবলসহ বিভিন্ন খেলাকে জনমুখী ও জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার নেতৃত্বে বহু খেলোয়াড় আজ জেলা–রাজ্য–জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।
পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাতীয় এই মঞ্চে অংশগ্রহণকারী সকল মহিলা দাবাড়ু, বিচারক, প্রযুক্তিগত কর্মকর্তা ও আয়োজক দলকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করা হয়েছে।











Post Comment