insta logo
Loading ...
×

উৎকর্ষ বাংলার উদ্যোগে চাকরি মেলায় কর্মসংস্থানের জোয়ার

উৎকর্ষ বাংলার উদ্যোগে চাকরি মেলায় কর্মসংস্থানের জোয়ার

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ থাকে, এই সরকার মেলা খেলার সরকার। এবারে এক অভিনব মেলা। নাম চাকরি মেলা। এই চাকরি মেলা বা জব ফেয়ার থেকে ১০২ জন সফল প্রার্থীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিল একাধিক সংস্থা। বুধবার পুরুলিয়া পলিটেকনিক কলেজে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের অধীন ‘উৎকর্ষ বাংলা’র উদ্যোগে আয়োজন করা হয় চাকরি মেলার।

মোট ১১টি কোম্পানি এ দিন সাক্ষাৎকার ও নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়। ৩৫০ জনেরও বেশি চাকরিপ্রার্থী মেলায় হাজির হন। প্রয়োজনীয় যাচাই- বাছাইয়ের পর ১০২ জনকে নিয়োগপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) পাটিল যোগেশ অশোকরাও-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।

Post Comment