insta logo
Loading ...
×

হাতি থেকে বোর্ড দেবে পর্যটকদের সুরক্ষা, অভিনব আয়োজন বন দপ্তরের

হাতি থেকে বোর্ড দেবে পর্যটকদের সুরক্ষা, অভিনব আয়োজন বন দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

শীত পড়তে না পড়তেই অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বন দপ্তরের দায়িত্বও। বন দপ্তর সূত্রে জানা গেছে, শীতকালে অযোধ্যা অঞ্চলে হাতির দল চলাচলের হার অন্যান্য সময়ের তুলনায় বেশি। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, লোয়ার ড্যাম, আপার ড্যাম সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল দীর্ঘদিন ধরেই হাতির করিডর হিসেবে পরিচিত।

এই পরিস্থিতিতে পর্যটকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে উদ্যোগী হয়েছে বন দপ্তর। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাতি করিডর ও সংবেদনশীল এলাকায় বসানো হয়েছে একাধিক সতর্কতা মূলক বোর্ড। বোর্ডগুলিতে উল্লেখ করা হয়েছে— যানবাহনের গতি নিয়ন্ত্রণ রাখতে হবে। অযথা শব্দদূষণ এড়াতে হবে। হাতির আভাস পেলেই নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

বন দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। পর্যটক দীপান্বিতা দত্ত বলেন, “এই ধরনের সতর্কতা বোর্ড থাকলে সবাই সাবধান হয়ে চলাফেরা করবেন। দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমে যায়। বন দপ্তরের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।”

Post Comment