insta logo
Loading ...
×

সন্ধিপুজোর আগে পুরুলিয়ায় পদ্ম ৫০ টাকা!

সন্ধিপুজোর আগে পুরুলিয়ায় পদ্ম ৫০ টাকা!

পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক:

এক একটা পদ্মের দাম ৫০ টাকা! কথাটা কি অদ্ভুত ঠেকছে? কাল শুক্রবার ভোরে সন্ধি পুজোর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এটাই পুরুলিয়ার ফুলের বাজারে পদ্ম-র দর!
আসলে নিম্নচাপের টানা বর্ষণে ফুল চাষ ক্ষতির মুখে পড়ায় পুজোয় পদ্ম যোগাড়ে হিমশিম অবস্থা পুজো আয়োজকদের। অথচ গোলাপি রঙা ১০৮ পদ্মে মায়ের চরণ সাজাতে না পারলে যে চলে না! তাই বৃহস্পতিবার মহাসপ্তমীর বিকালে শহর পুরুলিয়ার কালীতলা থেকে জেলার বিভিন্ন ফুল বাজারে এক একটি পদ্ম বিক্রি হয় ৫০ টাকায়। সে বাংলার পদ্ম হোক বা ওড়িশা, বেঙ্গালুরু। জঙ্গলমহলের এই জেলায় পদ্ম ফুলের কোন চাষ হয় না। মূলত পরিত্যক্ত পুকুরে পদ্ম হয়ে থাকে। সেই পদ্মই পুজোর আগে সংগ্রহ করা হয়।মহালয়ার পর থেকেই পদ্ম সংগ্রহের কাজ চলছে এই জেলায়। মহাঅষ্টমীতে বিপুল পদ্মের চাহিদা মেটাতেই দেবীপক্ষের শুরু থেকেই এই পদ্ম সংগ্রহের কাজ শুরু হয়েছে।

কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে ষষ্ঠীতে বাংলার এক-একটি পদ্ম ৩০-৩৫ টাকাতে বিক্রি হলেও সেখান থেকে কলকাতার বিভিন্ন ছোট-ছোট ফুলবাজার, শহরতলি সহ জেলাগুলির বাজারে ওই পদ্ম ৫০ টাকায় বিক্রি হচ্ছে । তবে শুধু পদ্ম নয়। গাঁদা, অপরাজিতা সহ অন্যান্য ফুলের দামও বেশ চড়া। এদিন পুরুলিয়ার বিভিন্ন পদ্ম পুকুর থেকে দেখা যায় এই সংগৃহীত ফুল ঝাড়খন্ডের জামশেদপুর, বোকারো, ধানবাদ পাঠানো হচ্ছে। আরও বেশি লাভের আশায়। সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, “দুর্গাপুজোর সময় পদ্ম যোগাড় করতে ফি বছরই এভাবে হিমশিম খেতে হয়। কারণ পুজোর আগে বরাবর বৃষ্টির কারণে ফুলের দফারফা হয়ে যায়। তবে এবার পরিস্থিতিটা বেশ খারাপ। সেই কারণেই কলকাতার মল্লিকঘাট ফুল বাজারে এক একটি পদ্ম ষষ্ঠীর সকালে ৩০ থেকে ৩৫ টাকাতে বিক্রি হলেও ওখান থেকে যাওয়া পদ্ম কলকাতার বিভিন্ন বাজার সহ জেলার বাজারগুলিতেও ৫০ টাকায় বিক্রি হচ্ছে।” পুরুলিয়া শহরে এদিন রাতে এই ফুলের দর আরও বাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রবল বর্ষণ ও বন্যার কারনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ফুলচাষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সে কারণেই ফুলের দাম এমন উর্দ্ধমুখী। পুরুলিয়ার বাজারে শুধু পদ্ম নয় গাঁদা, জবা, শিউলি, অপরাজিতা, রজনীগন্ধা সবার দাম বেশ চড়া।

Post Comment