নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
সকাল থেকে রোদের দেখা নেই। মেঘে ঢাকা আকাশে বাড়ছে শীতের আমেজ। দেশের নানা প্রান্তে যখন আবহাওয়ার চরম রদবদল, ঠিক তখনই দক্ষিণের উপকূলে ঢুকে পড়েছে ঘূর্ণিঝড় দিতওয়াহ। ইয়েমেনের দেওয়া নামের এই ঝড় আপাতত তামিলনাড়ু–পুদুচেরি উপকূলের নিকটে অবস্থান করছে। সেই সঙ্গে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। ফলে মিলিত প্রভাবে শীতের মরসুমেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
যদিও এই ঝড়ের সরাসরি প্রভাব বাংলায় পড়বে না, হাওয়ার গতিবদল ও তাপমাত্রার ওঠানামা স্পষ্ট পুরুলিয়া-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। পূর্ব অসমে তৈরি ঘূর্ণাবর্ত এবং পঞ্জাবের উপর অবস্থান করা পশ্চিমী ঝঞ্ঝা মিলিয়ে আবহাওয়া অস্থির। পুরুলিয়ায় সকাল থেকেই মেঘলা আকাশ। রোদের দেখা না মেলায় হালকা ঠান্ডার ভাব আরও দাপট বাড়িয়েছে।
জেলা কৃষি দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার পুরুলিয়ায় কোনও বৃষ্টি হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা আরও নামতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে কয়েকটি জেলায় ভোরে কুয়াশা নামার সম্ভাবনা রয়েছে।





Post Comment