নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রাজ্য পুলিশে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই পুরুলিয়া জেলা জুড়ে তৎপর প্রশাসন। ভোর থেকেই জেলার মোট ১৪৮টি পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের ভিড় জমতে শুরু করে। পরিচয়পত্র ও অ্যাডমিট কার্ড যাচাই করে কঠোর নিরাপত্তার মধ্যেই একে একে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হয় কেন্দ্রগুলিতে।
জেলা প্রশাসন জানিয়েছে, এ বছর পুরুষদের জন্য ১১৫টি, মহিলাদের জন্য ২৯টি এবং যৌথভাবে ৪টি কেন্দ্র নির্ধারিত ছিলো। মোট পরীক্ষার্থী ৬৫,৫৫৩ জন—এর মধ্যে পুরুষ ৫১,৭২৯, মহিলা ১৩,৮২২ এবং ১ জন ট্রান্সজেন্ডার পরীক্ষার্থী। শুধু পুরুলিয়া শহরেই রয়েছে ১৯টি পরীক্ষা কেন্দ্র।
নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি না নিতে জেলার প্রতিটি কেন্দ্রে ভেতর ও বাইরে মোতায়েন ছিলো অতিরিক্ত পুলিশ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ততম এলাকাগুলিতে বাড়ানো হয়েছিলো টহলদারি। পাশাপাশি, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালিয়েছে প্রশাসন। যানবাহন চলাচলও ছিল সম্পূর্ণ স্বাভাবিক।
পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রে কেন্দ্রে স্থাপন করা হয়েছিল হেল্প ডেস্ক, ছিলো পানীয় জলের ব্যবস্থা এবং প্রয়োজনীয় নির্দেশিকা সম্বলিত বোর্ড।
এক পরীক্ষার্থী শচীন বিদ বলেন,
“পরীক্ষা খুবই সুষ্ঠুভাবে হয়েছে। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ছিল প্রশংসনীয়।”
সব মিলিয়ে এদিন জেলাজুড়ে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি না হয়ে একেবারে সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো এই গুরুত্বপূর্ণ পরীক্ষা।











Post Comment