নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
টানা কয়েক দিনের ওঠানামার পর শুক্রবার পুরুলিয়ার রাতের পারদ প্রায় একই জায়গায় থেমে রইল। জেলার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১১.৯ ডিগ্রি সেলসিয়াসে। সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি।
ভোরবেলায় হালকা কুয়াশা, দুপুরে খানিকটা রোদ, আর সন্ধের পর ফের ঠান্ডা হাওয়া— শীত তার ছন্দ বজায় রেখেছে। শহর-গ্রাম মিলিয়ে সাধারণ মানুষের পোশাকে এখন শীতের ছাপ স্পষ্ট।
কৃষি দফতরের তথ্য বলছে, বাঘমুন্ডি, ঝালদা, বরাবাজার, জয়পুরে রাতের তাপমাত্রা এখনও পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম কম। নভেম্বরের শেষ সপ্তাহে এক অঙ্কের ঠান্ডা মিলিয়ে গেলেও শীতের ধারাবাহিকতা বজায় রয়েছে।
আবহাওয়াবিদদের কথায়, ‘লা নিনা’-র প্রভাবে শীতের ঢেউ আরও জোরালো হতে পারে ডিসেম্বরের শুরুতে। সপ্তাহ ঘুরতেই পারদ ফের নামার সম্ভাবনার কথাও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।





Post Comment