insta logo
Loading ...
×

এমন কী চুরি স্বাস্থ্যকেন্দ্রে যা হতবাক করল পুলিশকেও?

এমন কী চুরি স্বাস্থ্যকেন্দ্রে যা হতবাক করল পুলিশকেও?

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

একটি সাধারণ উপস্বাস্থ্য কেন্দ্র। রোগীদের প্রাথমিক চিকিৎসা, টিকাকরণ আর সচেতনতামূলক সামগ্রী বিলির মতো নিয়মিত কাজকর্মই যার পরিচিতি। কিন্তু সেই তেঁতলো সুস্বাস্থ্য কেন্দ্রেই ঘটল অদ্ভুত এক চুরির কাণ্ড। শুধু তালা ভেঙে ঢোকাই নয়—চোরেরা এমন কিছু সরিয়েছে, যা দেখে অভিজ্ঞ তদন্তকারীরাও থমকে গিয়েছেন।

ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর ব্লকে। স্বাস্থ্য দফতরের কর্মী কন্যাকুমারী মাঝি প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে কেন্দ্রে পৌঁছেই লক্ষ্য করেন মূল প্রবেশদ্বারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায় পরিস্থিতি আরও বিশৃঙ্খল। আলমারিগুলো খোলা, তারের সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ ও ওয়াই-ফাই সম্পূর্ণ বন্ধ। যেন পরিকল্পনা করেই কেন্দ্রটিকে নির্জীব করে রাখা হয়েছে।

এখানেই শেষ নয়। স্বাস্থ্যকর্মীর অভিযোগ অনুযায়ী, রক্তচাপ মাপার যন্ত্র থেকে শুরু করে সদ্য কেনা কয়েকটি তালা—সবই নিখোঁজ। কিন্তু সবচেয়ে বেশি বিস্ময়ের জন্ম দিয়েছে একটি অপ্রত্যাশিত চুরি। কেন্দ্রে মজুত থাকা তিন প্যাকেট কন্ডোমও নিয়ে গেছে দুষ্কৃতীরা। কী উদ্দেশ্যে এমন জিনিসপত্র তারা সরাল, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি প্রশাসনের কারও মনে।

ঘটনার পর স্বাস্থ্যকর্মীর অভিযোগের ভিত্তিতে বলরামপুর থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তবে তদন্ত শুরু হলেও শুক্রবার পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।

Post Comment