insta logo
Loading ...
×

শৈত্য প্রবাহের সতর্কতা জারি হচ্ছে পশ্চিমাঞ্চলে!

শৈত্য প্রবাহের সতর্কতা জারি হচ্ছে পশ্চিমাঞ্চলে!

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

টানা কয়েক দিন এক অঙ্কের ঘরে ঘোরাফেরা করার পর পুরুলিয়ার রাতের তাপমাত্রা বৃহস্পতিবার কিছুটা উঠল। জেলার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি।

পারদ কিছুটা বাড়লেও সকাল ও রাতের হিমেল হাওয়া এখনও টের পাওয়া যাচ্ছে। গ্রামাঞ্চলে ভোরের দিকে হালকা কুয়াশা, আর শহরের রাস্তায়ও সকালবেলায় কম্বল-চাদর জড়িয়ে বেরোনোর প্রবণতা নজরে পড়ছে।

কৃষি দফতরের তথ্য অনুযায়ী, বাঘমুন্ডি, বরাবাজার, ঝালদা অঞ্চলে ঠান্ডার প্রভাব আগের মতোই রয়েছে। ২৫ এবং ২৬ নভেম্বর পারদ যথাক্রমে ৮.২ ও ৮.৫ ডিগ্রি ছিল। তার তুলনায় ২৭ নভেম্বরের তাপমাত্রা কিছুটা বেশি হলেও শীতের কামড় তেমন কমেনি।

আবহাওয়াবিদদের মতে, ‘লা নিনা’-র প্রভাবে পশ্চিমাঞ্চলে এ বছর শীতের ওঠানামা থাকবে, তবে ডিসেম্বরের শুরু থেকে আবার তাপমাত্রা বেশ নামার সম্ভাবনাই বেশি। থাকবে শৈত্য প্রবাহের সতর্কতাও।

Post Comment