insta logo
Loading ...
×

পুরুলিয়ায় জমে গেছে শীত, পারদ নেমেছে ৮.২ ডিগ্রিতে

পুরুলিয়ায় জমে গেছে শীত, পারদ নেমেছে ৮.২ ডিগ্রিতে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

মঙ্গলবার পুরুলিয়ায় শীত ফের জোরালো রূপ দেখাল। জেলার সর্বনিম্ন তাপমাত্রা হু-হু করে নেমে এল ৮.২ ডিগ্রি সেলসিয়াসে। সর্বাধিক তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি।

নভেম্বরের শেষ সপ্তাহেই এক অঙ্কের ঘরে পারদ নামায় সকাল-বিকেল বেশ ঠান্ডা পড়ছে। গ্রামাঞ্চলে ভোরবেলায় কুয়াশা, মাঠে জমাট শিশির— সব মিলিয়ে শীতের দাপট স্পষ্ট। চা দোকানে গরম কাপ, রাস্তার ধারে আগুন জ্বালিয়ে বসে থাকা— পুরুলিয়ার শীতের পরিচিত ছবি ফিরতে শুরু করেছে।

কৃষি দফতরের তথ্য বলছে, জেলার পশ্চিমাঞ্চলের বাঘমুন্ডি, ঝালদা, বরাবাজার ও জয়পুরে সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। আগের সপ্তাহে কয়েক দিনের তুলনায় ফের জেলাজুড়ে শীত চেপে বসছে।

আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরের ‘লা নিনা’ প্রভাবের জেরে পশ্চিমাঞ্চলে অস্বাভাবিক দ্রুত পারদ পতন হচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস।

Post Comment