নিজস্ব প্রতিনিধি ,আড়শা:
“মাটিকে খাওয়ান, ফসলকে নয় “এই বার্তা নিয়ে একদিনের মাটির স্বাস্থ্য ও উর্বরতা বিষয়ক সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হল আড়শায়। সোমবার আড়শা কৃষি দফতরের উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হয় সিরকাবাদ পশু চিকিৎসা কেন্দ্রের সভাকক্ষে। উপস্থিত ছিলেন আড়শা ব্লকের সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক, ব্লক প্রযুক্তি প্রবন্ধক দীপক কুমার মাহাত প্রমুখ। সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক বলেন, ” ভালো ফলনের জন্য মাটির পরীক্ষা জরুরী। মাটির সঠিক পুষ্টি উপাদান ছাড়া ফসল ভালো ভাবে বাড়তে পারে না। মাটিতে ম্যাক্রো এবং মাইক্রো উভয় খনিজ উপাদান এর প্রয়োজনীয়তা রয়েছে। “
মাটিতে কীভাবে বিভিন্ন খনিজ যেমন ফসফরাস, জিঙ্ক আবদ্ধ হয়ে যায় এবং কীভাবে সেই মাটিকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় সে সম্পর্কে সকলকে অবগত করেন তিনি। মাটির অম্লত্ব, ক্ষারত্ব অনুসারে কিভাবে সার প্রয়োগ করা যায় বিশেষত অর্গানিক ম্যানইউর, গোবর সার, কীভাবে সঠিকভাবে মাটিতে ব্যবহার করে মাটির উর্বরতা ফিরিয়ে আনা যায় সেই বিষয়েও আলোচনা করেন তিনি।











Post Comment