নিজস্ব প্রতিনিধি, বলরামপুর : ফের গরু পাচার রুখল পুলিশ। বলরামপুরে ধরা পড়ল গরু বোঝাই একটি পিক আপ ভ্যান। মঙ্গলবার ধানবাদ- জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে টহলদারির সময় ওই গাড়িটি নজরে পড়ে বলরামপুর থানার পুলিশের। গ্রেপ্তার করা হয়েছে চালক সহ চার জনকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম লাল্টু রাজোয়াড়, শেখ সামসুদ্দিন, বসির খান এবং শেখ সাজুদ্দীন।লাল্টুর বাড়ি পুরুলিয়া মফস্বল থানার সতেরো গ্রামে। অন্য তিনজন তেঁতলো গ্রামের বাসিন্দা। বুধবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।










Post Comment