insta logo
Loading ...
×

নির্বাচনের ইতিহাসে রাজ্যকে পথ দেখালো পুরুলিয়ার শিক্ষক সংগঠন

নির্বাচনের ইতিহাসে রাজ্যকে পথ দেখালো পুরুলিয়ার শিক্ষক সংগঠন

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

রাস্তায় নেমে শিক্ষক স্বার্থে আন্দোলন হোক, বা সংগ্রামী যৌথ মঞ্চের শরিক হওয়া, এবার নির্বাচনের ইতিহাসে নজির গড়ল উপ্তা পুরুলিয়া জেলা শাখা। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের প্রতিনিধি নির্বাচন আয়োজিত হলো শনিবার। ভোট পড়েছে ৯৮.২৯ শতাংশ। মজা করে এই সংগঠনের সদস্যরা বলছেন, “কোন রিগিং হয়নি। ছাপ্পা ভোটের অভিযোগ ওঠেনি। ওঠেনি বুথ দখলের অভিযোগও।” কারণ বুথ ছিলই না এই নির্বাচনে। সমস্ত নির্বাচন প্রক্রিয়া আয়োজিত হয়েছে অনলাইনে।

সংগঠনের সদস্য এক শিক্ষক বলছেন, “আমরা সবাই এই ইতিহাসের স্বাক্ষী হলাম। কী সুন্দর ভাবে ভোটিং সম্পন্ন হলো। না রিগিং, না ছাপ্পা, না বুথ ক্যাপচার, না লাইনে দাঁড়ানো- সত্যি ভাবলেও অবাক লাগছে। সংগঠনের এই পদক্ষেপ আমাদের কাছে অত্যন্ত গর্বের ও আনন্দের। যে ভোটপরব আমরা দেখে অভ্যস্ত তাতে কাঁড়ি কাঁড়ি টাকার শ্রাদ্ধ হয়, লাশ পড়ে, বোমাবাজি হয়, ফোর্স দিয়ে মুড়ে দেওয়া হয়। স্কুলগুলো ছুটি দিয়ে পড়াশোনার বারোটা বাজানো হয়।
এখানে সেসব কিছু হয়নি। হয়তো ভবিষ্যতে নির্বাচন এমনই হবে। আজ তার পথ দেখিয়ে রাখল আমাদের সংগঠন।” শিক্ষক বাপী রুহিদাস বললেন, “সবথেকে মজার বিষয় হল,
এই নির্বাচনের যখন ফল প্রকাশ হবে তখন দেখা যাবে-কেউ হারেইনি, বরং সবাই জিতে গেছে।”

সংগঠনের রাজ্য কমিটির নেতা চন্দন চট্টোপাধ্যায় বলেন, ” অন্যান্য শিক্ষক সংগঠনের কমিটি নেতারা গড়ে দেন। আমাদের সংগঠন নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। এই প্রথম জেলা স্তরে অন লাইন ভোটিং-এ প্রতিনিধি নির্বাচন হলো। রাজ্যকে পথ দেখালো পুরুলিয়া। ১৫ জনের কোর কমিটির নির্বাচন হয়েছে আজ। রবিবার ১৫ জনের কোর কমিটি থেকে অফিস বেয়ারার নির্বাচন হবে সেই অন লাইনেই। ফল ঘোষণা হবে সেদিনই শহরের নিস্তারিণী কলেজে আয়োজিত সংগঠনের তৃতীয় দ্বিবার্ষিক জেলা সম্মেলনে। “

Post Comment