নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
গাল্ফ অফ থাইল্যান্ড ও তৎসংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে আরও শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে তা নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর পরবর্তী পর্যায়ে আরও ঘনীভূত হয়ে ২৩ থেকে ২৪ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপের আকার নিতে পারে এই সিস্টেম।
প্রাথমিকভাবে এই সিস্টেমের অগ্রগতি উত্তর-উত্তরপশ্চিম দিকেই হবে বলে অনুমান আবহবিদদের। ফলে নভেম্বরের শেষ সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। শুষ্ক আবহাওয়ার মধ্যেই শীতের আমেজ মিললেও, আসন্ন বৃষ্টি সেই অনুভূতিতে খানিক চোট দিতে পারে বলেই আশঙ্কা।
পুরুলিয়ায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের পারদ নেমেছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। দিনভর রোদের খেলা থাকলেও, ভোর-রাতের ঠান্ডা ধীরে ধীরে বাড়ছে।
আবহাওয়া দফতর নজর রাখছে সিস্টেমটির গতিপ্রকৃতির উপর। নতুন সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস আরও স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।






Post Comment