নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
পুরুলিয়া শহরের পথের ছবি বদলে দিতে উদ্যোগী হল পুরুলিয়া প্রশাসন। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ রাস্তায় বেআইনি ভাবে গড়ে ওঠা দোকানপাট ও অস্থায়ী কাঠামো সরাতে এবার কঠোর অবস্থান নিয়েছে পুরুলিয়া সদর মহকুমা প্রশাসন ও ট্রাফিক বিভাগ। শনিবার সকালে পুরুলিয়া রেল স্টেশন চত্বর থেকে মধ্যবাজার পর্যন্ত একাধিক ব্যস্ত রাস্তায় পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান চলে। নড়েচড়ে বসেছেন অবৈধ দোকানদাররা।
রেল স্টেশন সংলগ্ন এলাকা, ব্যস্ততম মধ্যবাজার ও আশপাশের ফুটপাতে দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি দখল। এর ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল, বাড়ছিল যানজটও। বহুবার সতর্ক করা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় অবশেষে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন।
পুরুলিয়া শহরকে সুপরিকল্পিত ও দখলমুক্ত রাখতে এই অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এসডিও উৎপল কুমার ঘোষ বলেন, “ফুটপাত দখল করে দোকানপাট গড়ে তোলা আইনবিরুদ্ধ। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তার স্বার্থে এই অভিযান চালানো হচ্ছে। সবাইকে সময় দেওয়া হচ্ছে, এরপরও যদি দখল না সরানো হয়, কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনিক সূত্রের খবর, আগামী দিনেও ধারাবাহিকভাবে অভিযান চলবে। প্রয়োজনে নেওয়া হবে আরও কঠোর পদক্ষেপ। শহরবাসীর আশা, প্রশাসনের এই উদ্যোগে পুরুলিয়ার রাস্তাঘাটে ফিরবে শৃঙ্খলা ও স্বস্তি।










Post Comment