নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
ছাত্রাবাসে গোখরো! পুরুলিয়ার বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত জিএসএটিহাই স্কুলের ছাত্রাবাসে বুধবার দুপুরে হঠাৎই দেখা মেলে একটি বিষধর গোখরোর। হঠাৎ সাপ চোখে পড়তেই আতঙ্কে ছুটোছুটি শুরু করে আবাসিক ছাত্ররা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত শিক্ষকরা ছাত্রদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেন। ঘটনার খবর পেয়ে অযোধ্যা রেঞ্জের বনদপ্তরের একটি বিশেষ দল স্কুলে পৌঁছে যায়। সঙ্গে ছিলেন প্রশিক্ষিত স্নেক কেচারও। দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ ও সতর্ক অভিযানের পর সাপটিকে সফলভাবে ধরে ফেলা হয়। পরে গোখরোটিকে জঙ্গলের উপযুক্ত স্থানে নিরাপদে ছেড়ে দেওয়া হয় বলে বনকর্মীরা জানিয়েছেন।






Post Comment