নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
গরু পাচার? নাকি বিধি বহির্ভূতভাবে পরিবহন? এই প্রশ্নের মধ্যেই পিকআপ ভ্যানের মতো স্বল্প পরিসর জায়গায় গবাদি পশু নিয়ে যাওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার বলরামপুর থানার পুলিশের অভিযানে ৬ টি গরু বোঝাই পিক আপ ভ্যানটিকে আটক করে তিনজন গ্রেফতার হয়।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম, বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়ের সাপারামবেড়া গ্রামের বুদ্ধদেব মুর্মু, অযোধ্যা হিলটপের সোনাহারা গ্রামের বাসিন্দা উমির হাঁসদা ও মহাবীর মূর্মু। বুধবার এদের সকলকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় বলরামপুর পোস্ট অফিস মোড়ে গরু বোঝাই ওই পিকআপ ভ্যানটি পার হচ্ছিল। সেই সময় পুলিশের নজরে পড়তেই ভ্যানটিকে আটক করে। কিন্তু ওই ভ্যানে থাকা চালক ও খালাসির কাছে গরু বহন করে নিয়ে যাওয়ার কোনো নথি ছিল না। উল্টোদিকে স্বল্পপরিসরে ঠাসাঠাসি অবস্থায় গরু নিয়ে যাওয়ায় ‘প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু এনিমেল অ্যাক্ট’
লঙ্ঘন হচ্ছিল। ওই বিধিকে সামনে রেখেই বেশ কয়েকটি ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বলরামপুর থানার পুলিশ। তবে ধৃতরা জানিয়েছেন, তারা সকলেই কৃষক। চাষাবাদের কারণেই
ওই গরু গুলিকে হাটে ক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন।










Post Comment