নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষা ও আত্মহত্যার প্রবণতা রোধে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে পুরুলিয়া জেলায় গঠিত হলো একটি উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি। বুধবার জেলাশাসক কোন্থাম সুধীরের নেতৃত্বে এই নবগঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক ( সাধারণ), সিধো-কানহো- বিরসা বিশ্ববিদ্যালয়ের
কর্মসচিব, দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল
কলেজ ও হাসপাতালের এমএসভিপি, জেলা শিক্ষা আধিকারিক, জেলা সমাজকল্যাণ আধিকারিক এবং চারটি মহকুমার মহকুমাশাসক সহ অন্যান্য সদস্যরা।
বৈঠকে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্ক, সচেতনতা বাড়ানো এবং কাউন্সেলিং দক্ষতা বাড়াতে কর্মশালার
আয়োজন করার কথা বলা হয়। এছাড়া প্রতিটি মহকুমাশাসককে তাদের মহকুমার অধীনস্থ কলেজ ও ছাত্রাবাসগুলিতে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে সমস্যাগুলি শুনে সমাধানের চেষ্টা করবেন এবং মানসিক চাপ কমাতে প্রয়োজনীয় সহায়তা করবেন। প্রশাসনের আশা, এই সমন্বিত উদ্যোগ জেলার শিক্ষার্থীদের মানসিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং সংকটময় পরিস্থিতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।










Post Comment