insta logo
Loading ...
×

পুরোনো শত্রুতার জেরে সংঘ*র্ষে র*ক্তাক্ত, বরাবাজারে গ্রেফতার ২

পুরোনো শত্রুতার জেরে সংঘ*র্ষে র*ক্তাক্ত, বরাবাজারে গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:


দীর্ঘদিনের পুরোনো শত্রুতাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল হাতাহাতি ও ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হন উভয়পক্ষের দুই ব্যক্তি। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় পুরুলিয়ার বরাবাজার থানার সরিষাবহাল গ্রামে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঝামেলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। ধৃতদের নাম সরিষাবহাল গ্রামের বাসিন্দা যোগজীবন মাঝি ও টামনা থানার বাগদাডি গ্রামের মেঘনাদ মাঝি।
তাদের বিরুদ্ধে উভয় পরিবারের পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক তাদের দু’ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আহতদের প্রথমে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে একজনকে উন্নত চিকিৎসার জন্য ভিন রাজ্যের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বরাবাজার থানার পুলিশ। পুরোনো শত্রুতাকে কেন্দ্র করে ঝামেলা হলেও অন্য কোনও কারণ যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Post Comment