নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শীতের দাপট ধরে রেখেছে পুরুলিয়া। বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ৯.০ ডিগ্রি সেলসিয়াসে। সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি।
গত কয়েক দিনে একের পর এক তাপমাত্রা পতনের ফলে নভেম্বরের মাঝামাঝিতেই জেলাজুড়ে শীতের আমেজ ঘন হচ্ছে। সকালবেলায় কুয়াশা ও শিশির, দুপুরে হালকা গরমের পর আবার সন্ধেতেই ঝুপ করে নেমে আসা ঠান্ডায় নাজেহাল সাধারণ মানুষ।
কৃষি দফতরের তথ্য বলছে, জেলার পশ্চিমাঞ্চল— বাঘমুন্ডি, বরাবাজার, ঝালদা, জয়পুর— সবচেয়ে শীতপ্রবণ। গত ১৩ নভেম্বর পারদ নেমেছিল ৮.৫ ডিগ্রিতে, ১৪ তারিখেও সেই ধারাই বজায় রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পুরুলিয়া এই মুহূর্তে রাজ্যের অন্যতম শীতলতম জেলা। আবহাওয়াবিদরা বলছেন, প্রশান্ত মহাসাগরে সক্রিয় লা নিনা পরিস্থিতির জেরে এ বছর ঠান্ডা আরও স্থায়ী হতে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীত চূড়ান্ত রূপ নিতে পারে বলে তাদের ধারণা। এবার তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যেতে পারে। পাহাড়ি এলাকায় দেখা যেতে পারে ভূমি তুষারও।






Post Comment