নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
গ্রামীণ শিক্ষাকে আরও মজবুত করতে অভিনব উদ্যোগ গেঙ্গাড়া প্রাথমিক বিদ্যালয়ের। পুরুলিয়া সদর ১ নং চক্রের এই বিদ্যালয় ইতিপূর্বেই স্কুলে চালু করেছিল ‘সোপ ব্যাংক’ ও ‘দুঃস্থদের জন্য হাত বাড়াই’ কর্মসূচি। এতে শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে অভিভাবকরাও উপকৃত হন। এবার স্কুলে চালু হলো কল্পতরু চিলড্রেন্স ব্যাংক ও মানব কম্পিউটার নামে পরিচিত শকুন্তলা দেবী নামাঙ্কিত গণিত স্বশিক্ষণ কেন্দ্র। “পড়ুয়াদের আনন্দদায়ক পাঠের মাধ্যমে বিদ্যালয়মুখী করে তোলা এই দুই প্রকল্পের প্রধান উদ্দেশ্য”, বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার চক্রবর্তী। শিশু দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ বিদ্যালয় পরিদর্শক সুজয় বসু ও প্রকাশ সরকার, পুরুলিয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি তুষ্ট সহিস, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান হেমন্ত রজক, উজ্জীবন ব্যাঙ্ক, পুরুলিয়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার অপূর্ব দুবে প্রমুখ। “এই ব্যাংক সমবায় পদ্ধতির অভিজ্ঞতা অর্জন করাবে পড়ুয়াদের, সঙ্গে বাড়াবে সঞ্চয়ের অভ্যাস।” আলোচনায় আশাবাদী অতিথিরা। শিক্ষক-শিক্ষিকাদের দাবি, এই উদ্যোগে ছাত্রছাত্রীদের স্বনির্ভরতা ও সামাজিকতার বোধ যেমন বাড়ছে, তেমনই তৈরি হচ্ছে নেতৃত্ব দেওয়ার মানসিকতা। এদিন বিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিসরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রস্তুত করে পড়ুয়ারা। প্রত্যন্ত গ্রামের স্কুলে এমন অভিনব উদ্যোগ জেলার শিক্ষা ব্যবস্থার এক উজ্জ্বল দিক তুলে ধরছে বলে মনে করছেন শিক্ষাবিদরা।











Post Comment