insta logo
Loading ...
×

পুরুলিয়ায় হাড়-কাঁপানো ঠান্ডা, পারদ নামল ৮.৫ ডিগ্রিতে

পুরুলিয়ায় হাড়-কাঁপানো ঠান্ডা, পারদ নামল ৮.৫ ডিগ্রিতে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীত পুরো দমে নেমে এল পুরুলিয়ায়। বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা হুড়মুড়িয়ে নেমে এল ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে— এই মরসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন। সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এক অঙ্কের ঘরে তাপমাত্রা পৌঁছে যাওয়ায় জেলাজুড়ে চাপে গরম পোশাকের চাহিদা। ভোরবেলা ঘন কুয়াশা, দুপুরেও হালকা শীতল বাতাস— শীতের আমেজ জমে উঠেছে গ্রাম থেকে শহর পর্যন্ত।

কৃষি দফতর সূত্রে পাওয়া এই তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলের বাঘমুন্ডি, জয়পুর, বরাবাজার, ঝালদা ও আশপাশের পাহাড়ি-প্রান্তর অঞ্চলে ঠান্ডার তীব্রতা সবচেয়ে বেশি।

আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরে সক্রিয় ‘লা নিনা’ পরিস্থিতির প্রভাবেই পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে এ বছর অস্বাভাবিক দ্রুত তাপমাত্রা পতন হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্টেও জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যের অন্যতম নিচে।

তাপমাত্রার এই ধারা বজায় থাকলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই পুরুলিয়ায় শীত থাকবে পূর্ণ দাপটে— এমনটাই ইঙ্গিত বিশেষজ্ঞদের।

Post Comment