insta logo
Loading ...
×

চুরি করে চোর ফেলে গেল মোবাইল! অবাক কাণ্ড সাঁওতালডিতে

চুরি করে চোর ফেলে গেল মোবাইল! অবাক কাণ্ড সাঁওতালডিতে

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি:

চুরি করে চোর ফেলে গেল মোবাইল! অবাক কাণ্ড সাঁওতালডিতে রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটল এক গৃহস্থের বাড়িতে। ঘটনাটি ঘটেছে সাঁওতালডি বাসস্ট্যান্ড এলাকায়।
সাঁওতালডি বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা জরিনা বিবি সাঁওতালডিহি থানায় অভিযোগ করেন ২৯ শে অক্টোবর বাড়িতে অবর্তমান থাকাকালীন অজ্ঞাত পরিচয় কোন দুষ্কৃতী বাড়িতে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরে তিনি বাড়িতে ফিরে এলে চুরির ঘটনাটি তার নজরে আসে। তবে ওই দুষ্কৃতী তার বাড়িতে মোবাইল ফোনটি ছেড়ে চলে যায়।

চোরের ফেলে যাওয়া মোবাইলের তথ্য ধরেই তদন্ত শুরু করেছে সাঁওতালডি থানার পুলিশ। তবে এদিন সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Post Comment