নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
দিল্লির বিস্ফোরণের ঘটনায় রেল মহলে জারি হয়েছে সতর্কতা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও কোনো অঘটন এড়াতে পুরুলিয়া রেল স্টেশনে বুধবার ব্যাপক তল্লাশি চালানো হয়। এদিনের এই অভিযানটি আরপিএফ পোস্টের আধিকারিক ও কর্মীরা পুরুলিয়া জিআরপি-র সঙ্গে যৌথভাবে পরিচালনা করেন।
অভিযান চলাকালীন পুরুলিয়া রেল স্টেশনের প্ল্যাটফর্ম এলাকা, ফুট ওভারব্রিজ, সার্কুলেটিং এলাকা, বুকিং কাউন্টার, অপেক্ষাগার ও ইয়ার্ড এলাকা ইত্যাদি জায়গায় ব্যাপক তল্লাশি চালানো হয়। যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হয়।
আরপিএফ সূত্রে জানা গেছে, তল্লাশির সময় কোনো সন্দেহজনক বস্তু বা অস্বাভাবিকতা ধরা পড়েনি। এই উদ্যোগের ফলে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থার ওপর যাত্রীদের আস্থা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।











Post Comment