insta logo
Loading ...
×

জয়পুরে সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন জেলা শাসক

জয়পুরে সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন জেলা শাসক

নিজস্ব প্রতিনিধি , জয়পুর:

সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার জয়পুর ব্লকের একাধিক গ্রামে পরিদর্শনে এলেন পুরুলিয়ার জেলাশাসক কোন্থাম সুধীর। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাত, জয়পুর ব্লকের বিডিও সৌম্য শাসমলসহ অন্যান্য আধিকারিকরা।

এদিন জেলাশাসক বড়গ্রাম বিবিপিআর হাইস্কুলের কমিউনিটি হল, বড়কিটাঁড় থেকে কাওয়াহারা পর্যন্ত ঢালাই রাস্তা এবং বাঙ্গিদিরি থেকে বাঘুড়ি পর্যন্ত রাস্তার নির্মাণকাজ ঘুরে দেখেন। প্রকল্পগুলির গুণমান ও অগ্রগতি তিনি খতিয়ে দেখেন। কোথাও কোনও ত্রুটি ধরা পড়লে দ্রুত সংশোধনের নির্দেশ দেন তিনি।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, জেলাশাসকের এই সফরের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজের গতি ও মান নিশ্চিত করা। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সক্রিয় ভূমিকা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

Post Comment