নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
দিল্লির বিস্ফোরণের ঘটনায় রেল মহলে জারি হয়েছে সতর্কতা। তারই প্রেক্ষিতে মঙ্গলবার পুরুলিয়া স্টেশনে আরপিএফ ও জিআরপি-র যৌথ উদ্যোগে চালানো হল প্অভিযান ও অ্যান্টি-সাবোতাজ চেকিং।
রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পুরুলিয়া আরপিএফ পোস্টের আধিকারিক ও কর্মীরা জিআরপি-র অফিসারদের সঙ্গে যৌথভাবে স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তল্লাশি চালান। তল্লাশি চালানো হয় স্টেশনের প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, সার্কুলেটিং এরিয়া, বুকিং কাউন্টার, ওয়েটিং হল ও রেল ইয়ার্ডে।
সূত্রের খবর, দীর্ঘক্ষণ ধরে চেকিং চললেও কোনও সন্দেহজনক বস্তু বা অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। স্টেশনে যাত্রী চলাচল ছিল স্বাভাবিক। তবে দিল্লি ঘটনার পর সতর্কতার অংশ হিসেবেই এই পদক্ষেপ বলে জানিয়েছে রেল পুলিশ।
এক আধিকারিক বলেন, “যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম লক্ষ্য। তাই আগাম সতর্কতা হিসেবে তল্লাশি চলছে।রেল যাত্রীদেরও আবেদন করা হয়েছে, কোনও সন্দেহজনক বস্তু বা কারও সন্দেহজনক আচরণ চোখে পড়লে যেন তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।”











Post Comment