insta logo
Loading ...
×

আন্তরাজ্য পুলিশি সহযোগিতায় সাঁতুড়ির নিখোঁজ মহিলা উদ্ধার

আন্তরাজ্য পুলিশি সহযোগিতায় সাঁতুড়ির নিখোঁজ মহিলা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:

মানবিকতা ও আন্তরাজ্য পুলিশি সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল পুরুলিয়ার সাঁতুড়ি থানার পুলিশ। সাঁতুড়ি থানা এলাকার গাংপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন মহিলা ঝুপা রাজোয়াড় রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা সর্বত্র খোঁজাখুঁজি করেও কোনো হদিশ না পেয়ে শেষমেশ মহিলার বাবা, বিশেষ ভাবে সক্ষম, ছোটেলাল রাজোয়াড় সাঁতুড়ি থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। সূত্র মারফত জানতে পারে, নিখোঁজ মহিলা সাঁতুড়ির মুরাড্ডি রেল স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েন এবং পরে ঝাড়খণ্ড রাজ্যের মান্ডু থানা এলাকায় পৌঁছে যান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সাঁতুড়ি থানার পুলিশ দ্রুত যোগাযোগ করে মান্ডু থানার সঙ্গে। দুই রাজ্যের পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অবশেষে মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়।

Post Comment