নিজস্ব প্রতিনিধি,নিতুড়িয়া:
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে,নিতুড়িয়া থানার ইনানপুর এলাকায় । পুলিশ জানিয়েছে , মৃত যুবকের নাম পানু বাউরী(২৫)। তার বাড়ি নিতুড়িয়া থানার দীঘা গ্রামে।
জানা গিয়েছে, নিতুড়িয়া এলাকায় ইনানপুর এলাকায় রাস্তায় পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।খবর দেওয়া নিতুড়িয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় হাড়মাড্ডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে নিতুড়িয়া থানার পুলিশ।











Post Comment