insta logo
Loading ...
×

দায়িত্ব বনাম সংসারের লড়াই, নজির গড়ছেন বিএলও

দায়িত্ব বনাম সংসারের লড়াই, নজির গড়ছেন বিএলও

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

দায়িত্ব বনাম সংসারের লড়াই— ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে এক নজির গড়লেন পুরুলিয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের ১৮২ নম্বর বুথের বিএলও দেবযানী দাশগুপ্ত। শাশুড়ি ও ছোট ছেলে দু’জনেই অসুস্থ, তবুও পিছিয়ে যাননি তিনি। বাধ্য হয়েই স্বামী অর্ণব মল্লিককে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ভোটার এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন।
শনিবার সকালে দেখা যায়, দেবযানীর স্বামী অর্ণব মল্লিক হাতে ফর্ম নিয়ে এলাকার বাড়ি বাড়ি যাচ্ছেন। ঘটনার কথা স্বীকারও করেছেন দু’জনেই। অর্ণব জানান, “স্ত্রীর সঙ্গে আমিও বিএলও-র প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম। তাই কাজটা জানি। স্ত্রী একা এত দায়িত্ব সামলাতে পারছে না, তাই পাশে দাঁড়িয়েছি।”

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিএলও দেবযানী দাশগুপ্ত নিজেও। চোখে ক্লান্তি, কণ্ঠে দৃঢ়তা— তিনি বলেন, “শাশুড়ি অসুস্থ, ছোট ছেলেও জ্বরে কাবু। এই পরিস্থিতিতে আমি ডিউটি করতে পারব না বলে ব্লক প্রশাসনকে জানিয়েছিলাম। তবুও আমাকে বিএলও-র দায়িত্ব দেওয়া হয়েছে। সংসার, সন্তান আর দায়িত্ব— সব একসঙ্গে সামলানো প্রায় অসম্ভব। তবুও চেষ্টা করছি, কখনও স্বামীকে সঙ্গে নিয়ে, কখনও একাই কাজটা সম্পূর্ণ করতে।”

দেবযানীর এই পরিস্থিতি জানেন স্থানীয় বাসিন্দারাও। ভোটার দোলন বাউরি বলেন, “দিদি খুব কষ্টের মধ্যে কাজ করছেন। ছোট ছেলেকে নিয়ে রোদে বেরিয়ে ফর্ম বিলি করতে দেখেছি। এমন পরিশ্রম ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়।”

Post Comment