নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
এ বছর প্রশান্ত মহাসাগরে সক্রিয় ‘লা নিনা’ প্রভাবের জেরে পশ্চিমাঞ্চলে, বিশেষ করে পুরুলিয়ায়, এবার শীতের দাপট কিছুটা বেশি হতে পারে— এমনটাই ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা।
প্রতি বছর ডিসেম্বর-জানুয়ারিতে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৬-৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কখনও কখনও পারদ ঘোরাফেরা করে ৫ ডিগ্রির কাছাকাছি, এমনকি ৪ ডিগ্রিতে নামার ঘটনাও পুরুলিয়ার আবহাওয়ার ইতিহাসে অজানা নয়।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই জেলার পশ্চিমাঞ্চলে তাপমাত্রা হালকা পতনের ইঙ্গিত মিলেছে।
বৃহস্পতিবার জেলার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৫ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি।
বিশেষজ্ঞদের মতে, ‘লা নিনা’-র প্রভাবে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা কমে গেলে ভারতের পশ্চিম ও মধ্যাঞ্চলে শীতের তীব্রতা কিছুটা বাড়ে। ফলে এ বছর পুরুলিয়ার মানুষ ডিসেম্বরের আগেই হালকা শীতের স্পর্শ টের পেতে পারেন।





Post Comment